দ্বীন শিক্ষা নিয়ে একটি সুন্দর হাদিস

প্রিয় পাঠক,  
 আমরা আজকে আরো একটি হাদিস আমাদের ব্ল গএ পোষ্ট দিচ্ছি,
 আশা করি হাদিস টি আপনাদের অনেক ভালোলাগবে।



এই হাদিসটি ইসলামের দ্বিতীয় 
খলিফা হযরত ওমর (রা) হতে বর্ণিত, 

তিনি বলেছেন, একদিন রাসুলে 
করিম (সা) এর কাছে বসেছিলাম এমন 
সময় সেখানে হঠাৎ করেই একজন লোক 
আমাদের সামনে উপস্থিত হন, যার 
পরিধানের কাপড় ছিল খুবই সাদা 
এবং চুল ছিল খুবই কালো। তার ওপর 
সফরের কোন লক্ষণই ছিল না। 
আমাদের মধ্যে কেউ তাকে আদৌ 
চিনত না। 
তিনি নবী (সাঃ) এর 
কাছে গিয়ে বসেন এবং নিজের 
হাঁটু তাঁর হাটুঁর সঙ্গে মিলিয়ে দেন 
এবং নিজের হাত তাঁর উরুতে স্থাপন 
করে বলেন, হে মোহাম্মদ ! আমাকে 
ইসলাম সম্পর্কে বলুন। হুজুরে পাক 
(সাঃ) বলেন, ইসলাম হচ্ছে এই যে, 
তুমি সাক্ষ্য দিবে, আল্লাহ 
তায়ালা ছাড়া আর কোন মা’বুদ নাই 
এবং মোহাম্মদ (সাঃ) আল্লাহর রসুল, 
নামায কায়েম করবে, যাকাত প্রদান 
করবে, রমযানে রোযা রাখবে এবং 
যদি সামর্থ থাকে তবে আল্লাহর 
ঘরের হজ্জ করবে। 
তিনি বললেন, আপনি ঠিক বলেছেন। 
তার প্রতি আমাদের বিস্ময় হলো এ 
জন্যে যে, তিনি নিজে তাঁর কাছে 
জানতে চাচ্ছেন, আবার নিজেই 
তাঁর উত্তরকে সঠিক বলে ঘোষণা 
করছেন। তিনি বললেন, আচ্ছা 
আমাকে ঈমান সম্পর্কে বলুন। তিনি 
বললেন, ঈমান হচ্ছে আল্লাহ 
তায়ালা, তাঁর ফেরেশতা, তাঁর 
গ্রন্থসমূহ, তাঁর রসুলরা ও পরকালের 
বিশ্বাস করা এবং তাকদিরের ভাল 
মন্দকে বিশ্বাস করা । তিনি বললেন 
আপনি সঠিক বলেছেন। তিনি 
বললেন আমাকে এবার ইহসান সম্পর্কে 
বলুন। তিনি (রাসূল সাঃ) বললেন: তা 
হচ্ছে এই যে, তুমি এমনভাবে আল্লাহর 
এবাদত করবে যেন তুমি আল্লাহকে 
দেখতে পাচ্ছো, আর যদি তুমি 
তাঁকে দেখতে না পাও তবে একথা 
জানবে যে, তিনি অবশ্যই তোমাকে 
দেখছেন। তিনি বললেন, কিয়ামত 
বিষয়ে আমাকে অবহিত করুন। তিনি 
বললেন, যাকে জিজ্ঞেস করা হচ্ছে 
তিনি জিজ্ঞেসকারীর চেয়ে এ 
ব্যাপারে বেশি কিছু জানেন না। 
তিনি বললেন, কেয়ামতের লক্ষণ 
সমম্পর্কে বলুন। তিনি বললেন, তা 
হচ্ছে এই, দাসী (কোন কোন 
ব্যাখ্যায় বলা হয়েছে মহিলা) 
নিজের মালিককে জন্ম দিবে, জুতা 
বিহীন ও বিবস্ত্র দরিদ্র রাখালরা 
উঁচু উঁচু ঘরবাড়ি বানাতে গিয়ে 
নিজেদের মধ্যে প্রতিযোগিতা 
করবে। 
তারপর লোকটি চলে গেলেন। আমি 
আরো কিছু সময় সেখানে বসে 
থাকলাম। এবার রাসূল (সা) আমাকে 
বললেন, হে ওমর ! তুমি কি জানো 
প্রশ্নকারী ব্যক্তিটি কে ছিলেন ? 
আমি বললাম আল্লাহ ও তাঁর রাসূল 
ভাল জানেন। তিনি বললেন, তিনি 
ছিলেন জিব্রাঈল (আঃ) তিনি 
তোমাদেরকে তোমাদের দ্বীন 
শিক্ষা দিতে তোমাদের কাছে 
এসেছিলেন।

 [মোসলেম] 

No comments: